নয়াদিল্লি, ১৯ অক্টোবর : নোটারি পরিষেবার বাড়তে থাকা চাহিদা পূরণের লক্ষ্যে আইন ও বিচার মন্ত্রক সম্প্রতি নোটারি (সংশোধন) বিধি, ২০২৫ জারি করেছে। ১৭ অক্টোবর, ২০২৫ তারিখে জি.এস.আর. ৭৬৩(ই) নম্বরে এই সংশোধনী সরকারি গেজেটে প্রকাশিত হয় এবং প্রকাশের দিন থেকেই তা কার্যকর হয়েছে। এর মাধ্যমে ১৯৫৬ সালের নোটারিজ বিধিমালা সংশোধন করা হয়েছে, যা নোটারিজ অ্যাক্ট, ১৯৫২-র ধারা ১৫-এর আওতায় মন্ত্রককে প্রদত্ত ক্ষমতা অনুযায়ী করা হয়েছে।
সংশোধিত বিধি অনুযায়ী, গুজরাটে সর্বোচ্চ নোটারির সংখ্যা ২,৯০০ থেকে বেড়ে ৬,০০০ করা হয়েছে। তামিলনাড়ুতে এটি ২,৫০০ থেকে বেড়ে ৩,৫০০, রাজস্থানে ২,০০০ থেকে ৩,০০০ এবং নাগাল্যান্ডে ২০০ থেকে বেড়ে ৪০০ করা হয়েছে। আইন মন্ত্রকের অধীনস্থ আইনি বিষয়ক দফতর জানিয়েছে, এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলির অনুরোধে নেওয়া হয়েছে।
রাজ্যগুলিতে জনসংখ্যা বৃদ্ধি, জেলা ও তহসিলের সংখ্যা বেড়ে যাওয়া এবং নোটারি পরিষেবার চাহিদা ক্রমবর্ধমান হওয়াতেই এই পরিবর্তন জরুরি হয়ে পড়ে। সরকারের মতে, নোটারির সংখ্যা বাড়ানোর ফলে সাধারণ মানুষের নথিপত্র সত্যায়ন, হলফনামা, চুক্তি ও অন্যান্য আইনি পরিষেবা গ্রহণ আরও সহজ ও দ্রুততর হবে। দেশের বিভিন্ন অংশে ন্যায়িক ও প্রাতিষ্ঠানিক পরিষেবা বিস্তারে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছে প্রশাসন।

