বেইরা , ১৮ অক্টোবরঃ মোজাম্বিকের বেইরা বন্দরের কাছে ভারতীয় নাবিক বহনকারী একটি লঞ্চ ডুবে যাওয়ার ঘটনায় অন্তত তিনজন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে এবং এখনও পর্যন্ত পাঁচজন নিখোঁজ রয়েছেন। শুক্রবার এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে, যা শনিবার নিশ্চিত করেছে ভারতীয় হাইকমিশন।
১৪ জন ভারতীয় ক্রু সদস্যকে বহনকারী একটি লঞ্চ বেইরা বন্দরের উপকূলে একটি ট্যাঙ্কার জাহাজে ক্রু স্থানান্তরের সময় হঠাৎ উল্টে যায়। এ ঘটনায় পাঁচজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে, যাদের মধ্যে একজন বর্তমানে বেইরার একটি হাসপাতালে চিকিৎসাধীন।
এক বিবৃতিতে ভারতীয় হাইকমিশন জানায়, “মোজাম্বিকের বেইরা বন্দরের কাছে একটি লঞ্চে ১৪ জন ভারতীয় নাবিক ছিলেন, যারা একটি ট্যাঙ্কার জাহাজে উঠার সময় দুর্ঘটনার শিকার হন। এই ঘটনায় কিছু ভারতীয়কে উদ্ধার করা হয়েছে, তবে কিছুজন প্রাণ হারিয়েছেন এবং কয়েকজন এখনও নিখোঁজ রয়েছেন।”
উদ্ধারকৃত আহত ভারতীয় নাগরিককে হাসপাতালে দেখতে গেছেন ভারতীয় মিশনের এক কনসুলার আধিকারিক এবং সেখান থেকে উদ্ধার ও সহায়তা কার্যক্রম তদারকি করছেন।
ঘটনাটি নিয়ে সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছে ভারতীয় হাইকমিশন। তারা জানিয়েছে, “বেইরা বন্দরের কাছে একটি নৌকাডুবির ঘটনায় তিনজন ভারতীয়সহ যেসব প্রাণহানি ঘটেছে, তাদের জন্য আমরা গভীর শোকপ্রকাশ করছি। মিশন সংশ্লিষ্ট পরিবারগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং সবরকম সাহায্য প্রদান করছে।”
ঘটনাস্থলে এখনও উদ্ধার অভিযান চলছে। স্থানীয় কর্তৃপক্ষ, সমুদ্রসীমা নিরাপত্তা বাহিনী ও ভারতীয় মিশন যৌথভাবে নিখোঁজদের সন্ধানে তৎপর রয়েছে। পাশাপাশি হাইকমিশনের পক্ষ থেকে জরুরি যোগাযোগের নম্বরও প্রকাশ করা হয়েছে, যাতে স্বজনেরা বা সংশ্লিষ্টরা প্রয়োজনীয় তথ্য জানতে পারেন।
ভারতীয় হাইকমিশন আশ্বাস দিয়েছে যে, তারা পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছে এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ে কাজ চালিয়ে যাচ্ছে।

