কৈলাসহর, ১২ আগস্ট: প্রায় দু’মাস আগে বাংলাদেশের নাগরিক পারভেজ আহমেদ (২১) অবৈধভাবে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতের ভূখণ্ডে প্রবেশ করে। সীমান্ত লাগোয়া এলাকায় টহলরত বিএসএফ জওয়ানরা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পরবর্তীতে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে আগরতলার নরসিংগড়স্থিত হোমে রাখার নির্দেশ দেয়।
আজ রবিবার নরসিংগড় হোম থেকে পারভেজ আহমেদকে এনে বিএসএফ ও পুলিশের যৌথ উদ্যোগে কৈলাসহরের মনু ল্যান্ড কাস্টমস চেকপোস্টে বিজিবি-এর হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। বিএসএফ এবং বিজিবির মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন করে এই পুনর্বাসন প্রক্রিয়া সম্পন্ন হয়।
সূত্রে জানা গেছে, পারভেজ আহমেদ বাংলাদেশের মৌলভীবাজার। তদন্তে জানা যায়, সে ব্যক্তিগত কারণে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেছিল।

