ধর্মনগর, ১১ অক্টোবর : উত্তর জেলার ভারতীয় মজদুর সংঘের (বিএমএস) সদস্যরা ধর্মনগর থানায় রাজ্য নেতৃত্বের একাংশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে উঠে এসেছে আর্থিক অনিয়ম ও প্রতারণার অভিযোগ।
লিখিত অভিযোগে নাম রয়েছে বিএমএস রাজ্য সম্পাদক তপন দে, রাজ্য সভানেত্রী দেবশ্রী কলই এবং বিএমএস অনুমোদিত বিপিটিএম-এর প্রদেশ সম্পাদক অশিম দত্তের।
উত্তর জেলার ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি রতন রায় সাংবাদিকদের জানান, অভিযুক্ত তিনজন উত্তর জেলার বিভিন্ন বিএমএস সদস্যের কাছ থেকে নানা অজুহাতে লক্ষাধিক টাকা নিয়েছেন। কেউকে সংগঠনের গুরুত্বপূর্ণ পদ দেওয়ার আশ্বাস দিয়ে, আবার কারও কাছ থেকে স্ক্যানারের মাধ্যমে টাকা আদায় করা হয়েছে বলে অভিযোগ। মোট ৮ থেকে ৯ লক্ষ টাকার প্রতারণার অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে।
অভিযোগকারীদের দাবি, অভিযুক্ত তিনজন আগরতলায় বসে দীর্ঘদিন ধরে উত্তর জেলার বিএমএস ও ধর্মনগরের শ্রমিক সংগঠনগুলির মধ্যে বিভাজন ও অশান্তির পরিবেশ সৃষ্টি করছেন। তাঁদের হুঁশিয়ারি— “ধর্মনগর শান্তি ও সংস্কৃতির শহর। আগামী দিনে যদি বিএমএস-এর মধ্যে কোনো বিশৃঙ্খলা দেখা যায়, তার পূর্ণ দায় থাকবে এই তিনজন নেতার ওপর।
তাঁরা আরও বলেন, এই তিনজন আগরতলায় বসে সংগঠনকে নিয়ে বিভ্রান্তিমূলক কর্মকাণ্ড চালাচ্ছেন, যার ফলে আগামী দিনে বিজেপিও রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করবে কি না, তা এখনো স্পষ্ট নয়। তবে ঘটনাটি ঘিরে উত্তর জেলার শ্রমিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।

