ধর্মনগর, ৩ অক্টোবর: ধর্মনগরে ফের একবার চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটল। মহানবমীর রাতে শহরের ব্যস্ত অফিস টিলা এলাকায় একটি ওষুধের দোকানে দুঃসাহসিক চুরি চালালো কুখ্যাত চোর। দোকানের টিনের চাল কেটে ভিতরে ঢুকে নগদ টাকা সহ মূল্যবান ওষুধ লুট করার অভিযোগ উঠেছে।
জানা গেছে, চুরি হওয়া দোকানটি দীর্ঘদিন ধরেই এলাকায় সুপরিচিত। দোকানের মালিক সকালে দোকান খুলতে গিয়েই দেখতে পান, টিনের চাল কাটা অবস্থায় রয়েছে এবং দোকানের ভিতর জিনিসপত্র এলোমেলো। সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় থানায়। পুলিশ এসে তদন্ত শুরু করে।
স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে এই ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুজোর ভিড় এবং ব্যস্ততার মধ্যেও নিরাপত্তার অভাবে ক্ষুব্ধ তাঁরা। দ্রুত চোরকে গ্রেপ্তারের দাবি তুলেছেন এলাকাবাসী।

