মধ্যপ্রদেশের পশ্চিমাঞ্চলে ৪২ হাজার ছাদে সোলার প্ল্যান্ট স্থাপন, ২৪ হাজার গ্রাহককে দেওয়া হয়েছে ভর্তুকি

ইন্দোর, ৩০ সেপ্টেম্বরঃ
মধ্যপ্রদেশের পশ্চিমাঞ্চলে নবায়নযোগ্য শক্তি ব্যবহারের ক্ষেত্রে বড় সাফল্য অর্জিত হয়েছে। ইতিমধ্যেই ৪২ হাজার ছাদে সোলার রুফটপ প্ল্যান্ট বসানো হয়েছে। চলতি সেবা পাক্ষিক উপলক্ষে শুধু মালवा-নিমাড় অঞ্চলে ১,০০০-রও বেশি নতুন গ্রাহক নিজেদের বাড়িতে প্ল্যান্ট স্থাপন করেছেন।

গত বছর থেকে কার্যকর প্রধানমন্ত্রী সূর্যঘর বিনামূল্যে বিদ্যুৎ প্রকল্পে রাজ্যের ২৪ হাজারেরও বেশি গ্রাহককে ১৮০ কোটি টাকার ভর্তুকি দেওয়া হয়েছে। রাজ্যের শক্তিমন্ত্রী প্রদ্যুম্ন সিং তোমর গ্রাহকদের পরিবেশ সংরক্ষণ ও বিদ্যুৎ বিল সাশয়ের মতো অনুপ্রেরণামূলক কাজে যুক্ত হওয়ার জন্য অভিনন্দন জানিয়েছেন।

পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কোম্পানি, ইন্দোর-এর ব্যবস্থাপনা পরিচালক অনূপ কুমার সিং জানান, সেবা पर्व চলাকালীন ১৫টি জেলায় বিশেষ প্রচারাভিযান চালিয়ে হাজারো নতুন গ্রাহককে এই প্রকল্পে যুক্ত করা হয়েছে। এ সময় গণপ্রতিনিধিদের অবহিত করা হয় এবং গাড়ির মাধ্যমে চিত্র ও শব্দে প্রচার করা হয়েছে।

সিং আরও জানান, সেপ্টেম্বরের শেষ সপ্তাহে মালवा-নিমাড় অঞ্চলে সোলার রুফটপ প্ল্যান্টে যুক্ত গ্রাহকের সংখ্যা ৪২ হাজার ছাড়িয়েছে। বর্তমানে কোম্পানির মোট রুফটপ সোলার নেট মিটার ক্ষমতা ৩০০ মেগাওয়াটেরও বেশি। এই প্রকল্পের আওতায় প্রতি গ্রাহককে সর্বাধিক ৭৮ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি দেওয়া হয়।

সবচেয়ে বেশি গ্রাহক ইন্দোর শহরে। এখানে ২১,৫০০ গ্রাহক যুক্ত হয়েছেন। শুধুমাত্র ইন্দোরে নেট মিটার পরিকল্পনার আওতায় মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা প্রায় ১২৫ মেগাওয়াটে পৌঁছেছে।