মহাষষ্ঠীতে প্রতাপগড় রামঠাকুর আশ্রমের উদ্যোগে বস্ত্রদান কর্মসূচিতে সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ২৮ সেপ্টেম্বরঃ
শারদীয়ার মহাষষ্ঠীর দিন প্রতাপগড় রামঠাকুর আশ্রমের পক্ষ থেকে গরীব ও দুঃস্থ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য।

তিনি বলেন, শারদীয়ার উৎসবে সকলের মুখে আনন্দের হাসি ফোটাতে এই ধরনের সামাজিক উদ্যোগ বিশেষ তাৎপর্য বহন করে। সাংসদ আশ্রম কর্তৃপক্ষকে অভিনন্দন জানান এমন কর্মসূচি হাতে নেওয়ার জন্য। পাশাপাশি তিনি রাজ্যবাসীকে শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে আশ্রমের একাধিক কর্তাব্যক্তি ও স্থানীয় বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। আশ্রমের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনেও এ ধরনের সামাজিক কর্মসূচি অব্যাহত থাকবে।