ইউএসটিএম-র বনভূমি দখল অভিযোগে তদন্তে নামল মেঘালয় সরকার, গঠিত হল যাচাই কমিটি

শিলং, ২৬ সেপ্টেম্বর: বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মেঘালয় -এর বিরুদ্ধে বনভূমি দখলের অভিযোগে কেন্দ্রীয় ক্ষমতাপ্রাপ্ত কমিটির রিপোর্ট খতিয়ে দেখতে একটি যাচাই কমিটি গঠন করল মেঘালয় সরকার।

বৃহস্পতিবার এই বিষয়ে উপমুখ্যমন্ত্রী প্রেস্টন টাইন্সং জানান, কমিটি সিইসি-র পর্যবেক্ষণগুলি পুনরায় পরীক্ষা করবে এবং রিপোর্টে উল্লিখিত এলাকাগুলিতে সরেজমিন পরিদর্শন চালাবে।

সিইসি এই তদন্ত শুরু করে আসামের বিজেপি নেতা জিতুল ডেকার দাখিল করা একটি আবেদনের পর। অভিযোগে দাবি করা হয়েছে, ইউএসটিএম সংস্থাটি বন বিভাগের জমি অবৈধভাবে দখল করেছে।

টাইন্সং আরও জানান, যাচাই প্রক্রিয়ায় রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, খনন ও ভূতত্ত্ব দফতর এবং স্থানীয় প্রশাসনের বিশেষজ্ঞরাও অংশ নেবেন।

সরকারি সূত্রে জানানো হয়েছে, প্রতিবেদন যাচাই ও তদন্ত শেষ হওয়ার পরই পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।