আগরতলা, ২৫ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্ম জয়ন্তী উপলক্ষে আজ ৪ বড়জলা মন্ডলের উদ্যোগে সেবা পাক্ষিক কর্মসূচির রঙ্গ হিসেবে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। তার পাশাপাশি এদিন দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী উদযাপন করা হয়েছে।
এদিনের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুর লোকসভা আসনের সাংসদ বিপ্লব কুমার দেব, বড়জলা বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক দিলীপ দাস এবং বিজেপির সদর গ্রামীণ জেলা সভাপতি গৌরাঙ্গ চন্দ্র ভৌমিক এবং বড়জলা মন্ডলের সভাপতি রাজীব সাহা সহ অন্যান্য।
রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ বিপ্লব কুমার দেব বলেন, লেনদেনের মাধ্যমে নেতা তৈরি হয় না। নেতা হওয়া এত সহজ নয়। নেতা হতে গেলে নেতৃত্বের যোগ্যতা থাকা প্রয়োজন। আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই নেতৃত্বের যোগ্যতা রাখেন এবং তিনি সেটার প্রমাণ দিয়েছেন তার কাজের মাধ্যমে। দেশকে যেভাবে উন্নতির পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তা অনুকরণীয়।
তিনি আরও বলেন, সেবা হি সংগঠন—এই মূলমন্ত্রে বিশ্বাস করে ভারতীয় জনতা পার্টি। মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল উদ্দেশ্য। এই ধরনের রক্তদান শিবির আয়োজনের মাধ্যমে আমরা শুধু রক্তই দিচ্ছি না, মানুষের প্রতি আমাদের দায়বদ্ধতাও প্রকাশ করছি।

