আগরতলা, ২৪সেপ্টেম্বর: তকছাপাড়ার ইন্দ্রকুমার পাড়ার রাজেশ দেব্বর্মার বাড়ি থেকে গোপন খবরের ভিত্তিতে ১০৪কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে। গোপন খবরের ভিত্তিতে মেলাঘর থানার পুলিশ এই গাঁজাগুলি উদ্ধার করেছে। যদিও এই অভিযানে বাড়ির মালিককে আটক করতে পারেনি পুলিশ।
এবিষয়ে মেলাঘর থানার দ্বায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক জানিয়েছেন, একটি গোপন খবর ছিল তকছাপাড়ার ইন্দ্রকুমার পাড়ার রাজেশ দেব্বর্মার বাড়িতে কিছু গাঁজা মজুত রয়েছে। সেই অনুযায়ী একটি অভিযান চালানো হয়। অভিযানে কয়েকটি ড্রামে মোট ১০৪ কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়েছে। গাঁজাগুলি নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত জারি রেখেছে পুলিশ। একটি মামলা হাতে নিয়ে অভিযুক্ত রাজেশ দেববর্মার খোঁজ করা হচ্ছে।

