নয়াদিল্লি, ২১ সেপ্টেম্বর: ভারতের ক্রিকেট প্রশাসনে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। প্রাক্তন দিল্লি অধিনায়ক মিথুন মানহাস হতে চলেছেন বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)-এর নতুন সভাপতি। ইএসপিএনক্রিকইনফোর রিপোর্ট অনুযায়ী, রবিবার মনোনয়ন জমা দেওয়ার শেষ সময়সীমা পেরিয়ে যাওয়ার পর তিনিই একমাত্র প্রার্থী হিসেবে উঠে এসেছেন।
আগস্টে রজার বিনি সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর পর এই পদটি ফাঁকা ছিল। সেই থেকে সহ-সভাপতি রাজীব শুক্লা অন্তর্বর্তীকালীনভাবে দায়িত্ব সামলাচ্ছেন।
মানহাসের সঙ্গে বোর্ডের নেতৃত্বে আরও এক প্রাক্তন ক্রিকেটার যোগ দিতে চলেছেন। কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতি ও প্রাক্তন ভারতীয় স্পিনার রঘুরাম ভাট-কে সম্ভাব্য কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত করা হতে পারে।
আগামী মাসে ৪৬ বছরে পা রাখতে চলা মানহাস ক্রিকেট প্রশাসনে দীর্ঘদিন ধরেই যুক্ত। তিনি বর্তমানে জম্মু ও কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনের দায়িত্বে থাকা বিসিসিআই মনোনীত উপ-কমিটির সদস্য। দিল্লির হয়ে দীর্ঘদিন খেলার পর ২০১৫ সালে তিনি জম্মু ও কাশ্মীরে চলে যান এবং ২০১৬ সালে ক্রিকেট থেকে অবসর নেন। অবসরের পর কোচ হিসেবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, পাঞ্জাব কিংস এবং গুজরাট টাইটান্সের সঙ্গে যুক্ত ছিলেন। পাশাপাশি বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিং পরামর্শদাতা হিসেবেও কাজ করেছেন।
ঘরোয়া ক্রিকেটে একজন সফল ব্যাটসম্যান হিসেবে মানহাস ১৯৯৭ থেকে ২০১৭ সালের মধ্যে ১৫৭টি প্রথম শ্রেণির ম্যাচে ৯,৭১৪ রান করেন। এছাড়া ১৩০টি লিস্ট ‘এ’ ম্যাচে ৪,১২৬ রান এবং ৯১টি টি-টোয়েন্টি ম্যাচে করেন ১,১৭০ রান।
শনিবার দিল্লিতে বিসিসিআই-এর এক অনানুষ্ঠানিক বৈঠকে মানহাসের নাম নিয়ে আলোচনা হয়। সেখানে উপস্থিত ছিলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ, রাজীব শুক্লা, বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া, ডিডিসিএ সভাপতি রোহন জেটলি এবং বোর্ডের প্রাক্তন সচিব নিরঞ্জন শাহ।
আগামী ২৮ সেপ্টেম্বর মুম্বইয়ে বিসিসিআই-এর বার্ষিক সাধারণ সভায় অফিস বেয়ারার নির্বাচন হওয়ার কথা। নতুন কোনও প্রার্থী না এলে দিল্লির এই সিদ্ধান্তই চূড়ান্ত হবে বলে মনে করা হচ্ছে।
বর্তমান সচিব দেবজিত সাইকিয়া তাঁর পদে বহাল থাকবেন এবং রাজীব শুক্লা সহ-সভাপতির দায়িত্বে থাকবেন। বর্তমান কোষাধ্যক্ষ প্রভতেজ ভাটিয়া যুগ্ম সচিব পদে উন্নীত হবেন, যেটি বর্তমানে রোহন দেসাইয়ের দখলে। সৌরাষ্ট্রের প্রাক্তন অধিনায়ক জয়দেব শাহ অ্যাপেক্স কাউন্সিলের সদস্য হতে পারেন এবং মিজোরামের খাইরুল জামাল মজুমদার আইপিএল গভর্নিং কাউন্সিলে অন্তর্ভুক্ত হতে পারেন।

