২০২৭ সালের মধ্যে চালু হবে আহমেদাবাদ-মুম্বই বুলেট ট্রেনের প্রথম অংশ, জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

মুম্বই, ২০ সেপ্টেম্বর : রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ জানান যে দেশের প্রথম বুলেট ট্রেন প্রকল্প, আহমেদাবাদ-মুম্বই হাই-স্পিড রেল-এর প্রথম পর্ব ২০২৭ সালের মধ্যেই চালু হবে। নবি মুম্বইয়ের ঘানসোলি ও শিলফাটা টানেলের ব্রেকথ্রুর পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রেলমন্ত্রী এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেন।

তিনি জানান, প্রকল্পের থানে অংশটি ২০২৮ সালের মধ্যে সম্পূর্ণ হবে এবং এরপর ২০২৯ সালের মধ্যে বান্দ্রা কুরলা কমপ্লেক্স পর্যন্ত কাজ শেষ হবে। এই বুলেট ট্রেন প্রকল্পে এবার এক গুরুত্বপূর্ণ মাইলফলক অতিক্রান্ত হয়েছে, কারণ শিলফাটা টানেল পোর্টাল ও সাভলি শ্যাফটের মধ্যে প্রায় ৪.৯ কিমি দীর্ঘ টানেল সম্পূর্ণ হয়েছে। এটি ভবিষ্যতে শিলফাটায় অবস্থিত উড়ালপুল অংশের সঙ্গে সংযুক্ত হবে।

অশ্বিনী বৈষ্ণব এই টানেল ব্রেকথ্রুকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে জানান, এটি ২১ কিমি দীর্ঘ আন্ডারসি টানেলের একটি অংশ, যার মধ্যে ৭ কিমি থানে ক্রিকের নিচ দিয়ে নির্মিত হচ্ছে। এই টানেল নির্মাণে ব্যবহৃত হয়েছে NATM , যা আধুনিক ও জটিল টানেল নির্মাণ পদ্ধতিগুলির মধ্যে অন্যতম।

মন্ত্রী আরও জানান, এখন পর্যন্ত এই প্রকল্পের ৩২০ কিমি দীর্ঘ উড়ালপথ নির্মাণ শেষ হয়েছে, সাবরমতী টানেলও শেষ হওয়ার পথে এবং সমগ্র রুট জুড়ে স্টেশন ও ব্রিজ নির্মাণের কাজ দ্রুত গতিতে এগোচ্ছে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এই হাই-স্পিড বুলেট ট্রেন চালু হলে আহমেদাবাদ থেকে মুম্বই পৌঁছাতে সময় লাগবে মাত্র ২.৭ ঘণ্টা। এর ফলে দুটি গুরুত্বপূর্ণ আর্থিক কেন্দ্রের মধ্যে সংযোগ সুদৃঢ় হবে এবং বহুমাত্রিক উন্নয়নের পথ প্রশস্ত হবে।

রেলমন্ত্রী জানান, এই প্রকল্পে বহু স্বদেশে উন্নয়ন করা প্রযুক্তি, যন্ত্রাংশ ও যন্ত্রপাতি ব্যবহৃত হচ্ছে, যার কিছু ইতিমধ্যেই বিদেশে রপ্তানিও করা হয়েছে। আজ তিনি নির্মিত টানেল ঘুরে দেখেন এবং প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখেন।

এই প্রকল্প বাস্তবায়িত হলে এটি হবে ভারতের প্রযুক্তিগত উৎকর্ষের এক অনন্য নিদর্শন এবং দেশের পরিবহন ব্যবস্থায় এক নতুন যুগের সূচনা করবে।