‘ভারতে নেপাল-মতো অস্থিরতা তৈরি করতে চান’ : রাহুল গান্ধীর ‘ভোট চুরি’ অভিযোগে তোপ বিজেপির

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর : ভারতে ‘ভোট চুরি’ নিয়ে কেন্দ্র এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাহুল গান্ধীর তীব্র অভিযোগকে কেন্দ্র করে বিজেপির কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন অনুরাগ ঠাকুর। তিনি বলেছেন, “রাহুল গান্ধী ভারতের মধ্যে বাংলাদেশ ও নেপালের মতো পরিস্থিতি তৈরি করতে চাইছেন।” গান্ধীর ‘ভোট চুরি হাইড্রোজেন বোমা’ উড়ানোর ঘোষণা প্রসঙ্গে ঠাকুর বলেন, আজকের প্রেস কনফারেন্সে গান্ধী আগুনের খেলা নিয়ে এসেছেন, কিন্তু বোমা নয়।

অনুরাগ ঠাকুর আরও বলেন, “কংগ্রেস রাহুল গান্ধীর নেতৃত্বে প্রায় ৯০ টি নির্বাচনে পরাজিত হয়েছে। তাঁর হতাশা দিনে দিনে বেড়েই চলেছে। অযৌক্তিক এবং ভিত্তিহীন অভিযোগ করে রাজনীতিকে সাজানোর অভ্যাস তার হয়ে উঠেছে। আদালতে ক্ষমা চাওয়া এবং ফেসবুকের মুখোমুখি হওয়া তার নিয়মিত রুটিন।”

প্রসঙ্গত, রাহুল গান্ধী আজ নির্বাচনী ভোট চুরি সংক্রান্ত একটি বিস্তৃত প্রেজেন্টেশন নিয়ে তৎপর হয়েছেন এবং কেন্দ্র ও নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে ‘সিস্টেম্যাটিক ভোটার ফ্রডের’ “অবিসংবাদিত প্রমাণ” উপস্থাপন করেছেন। তিনি অভিযোগ করেছেন, নির্বাচনী ভোটার তালিকা থেকে সফটওয়্যার ম্যানিপুলেশনের মাধ্যমে এবং ভুয়া আবেদনপত্রের সাহায্যে নির্দিষ্ট জনগোষ্ঠীর নাম কেটে ফেলা হচ্ছে। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়কে টার্গেট করা হচ্ছে বলে দাবি করেছেন গান্ধী। তিনি কার্নাটকের আলন্দ এলাকা থেকে বেশ কিছু কেস স্টাডি তুলে ধরেছেন।

এ নিয়ে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।