আগরতলা, ১৮ সেপ্টেম্বর: গোকুলনগর রাস্তারমাথা এলাকায় বুধবার সকালে এক যাত্রীবাহী অটো এবং একটি মাল বোঝাই মেজিক ট্রাকের মধ্যে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে।
ঘটনায় আহত হয়েছেন তিনজন।
ঘটনার বিবরনে জানা যায়, টি আর০১- বি – ২২২৯ নম্বরের যাত্রীবাহী অটো গাড়ি এবং আগরতলা- বিশালগড়গামী টিআর০৮- এ – ১৯৩৮ নাম্বারের মেজিক ট্রাকের মধ্যে এই সংঘর্ষ ঘটে। ঘটনায় গুরুতর আহত হন অটোতে থাকা তিন যাত্রী— সুভাষ কর্মকার, সুকুমার ভৌমিক ও এক মহিলা।
দুর্ঘটনার পর আহতদের দ্রুত উদ্ধার করে অগ্নিনির্বাপক কর্মীরা বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাদের আশঙ্কাজনক অবস্থায় আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়েছে। ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ালেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।

