গুয়াহাটি, ২৫ ডিসেম্বর, (হি.স.) : আগামীকাল সোমবার গুয়াহাটি আসছেন কেন্দ্রীষ় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। স্থানীয় শংকরদেব কলাক্ষেত্রে অনুষ্ঠেয় বিজেপি-র এক বিশেষ সাংগঠনিক সভায় অংশগ্রহণ করবেন তিনি। ওই সভায় দলের নতুন প্রদেশ সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন রাজ্য বিধানসভার সদ্যপ্রাক্তন অধ্যক্ষ রঞ্জিতকুমার দাস। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাম মাধব, অসম বিজেপি-র প্রভারী তথা কেন্দ্রীয় সম্পাদক মহেন্দ্র সিং, মুখ্যমন্ত্রী সর্বান্দ সনোয়াল প্রমুখ। এই তথ্য জানিয়েছেন দলের প্রদেশ তিন মুখপাত্র রূপম গোস্বামী, সুভাষ দত্ত ও অপরাজিতা ভুইয়াঁ।তাঁরা জানিয়েছেন, অসমে সরকার গঠনের পর এটাই সর্ববৃহৎ সাংগঠনিক সভা। বিশেষ এই সভার প্রক্রিয়া এদিন সকাল সাড়ে নয়টা থেকে শুরু হবে, বিভিন্ন প্রান্তের প্রতিনিধিবর্গের নাম রেজিস্ট্রেশনের মাধ্যমে। তিনটি স্তরে তিনটি গ্রুপে তিনটি সভা সোমবার অনুষ্ঠিত হবে বলে জানান মুখপাত্ররা। তাঁরা জানান আগামীকালের সাংগঠনিক সভায় দলের বিভিন্ন স্তরের পদাধিকারীদের পাশাপাশি যুবমোর্চার সভাপতি, মুখপাত্র, জেলা সভাপতি, রাজ্যের দলীয় মন্ত্রী-বিধায়ক, সাংসদ ও প্রাক্তন সাংসদ, মণ্ডল সভাপতিরা অংশগ্রহণ করবেন।-
2016-12-25