আগরতলা, ১৩ সেপ্টেম্বর : গুজরাটের মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র প্যাটেলের সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডাঃ) মানিক সাহা।
আজ সামাজিক মাধ্যমে তিনি লেখেন, গুজরাট সফরকালে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সাথে গান্ধীনগরে তাঁর বাসভবনে দেখা করেন মুখ্যমন্ত্রী। এই উষ্ণ আতিথেয়তার জন্য তাঁকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।

