আগরতলা, ১১ সেপ্টেম্বর : সবজি বিক্রি করে সঞ্চিত টাকা জমা দেওয়ার পরও সেই অর্থ একাউন্টে না রেখে আত্মসাৎ করার অভিযোগ উঠল ব্যাংক ক্যাশিয়ারের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে বিশালগড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
অভিযোগ, বিশালগড় নিউ মার্কেটের এক অসহায় মহিলা সবজি বিক্রেতা কয়েক বছর আগে ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের বিশালগড় শাখায় মোট ২৪ হাজার টাকা জমা দেন। কিন্তু সেই টাকা তাঁর একাউন্টে জমা না করে আত্মসাৎ করেন ব্যাংকের ক্যাশিয়ার সূর্যকান্ত সাহা।
অভিযোগকারিণী মহিলা বৃহস্পতিবার দুপুরে বিশালগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁর দাবি, সঞ্চয়ের অর্থ আত্মসাৎ হওয়ায় তিনি চরম আর্থিক সমস্যার মুখে পড়েছেন। ব্যাংক থেকে প্রায়শই করছেন, তার টাকা ফেরত দিতে।
স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত ক্যাশিয়ারের বিরুদ্ধে এর আগেও বহু গ্রাহকের অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। তবে এবারের ঘটনায় আনুষ্ঠানিকভাবে থানায় মামলা দায়ের হওয়ায় বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে।

