নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ ডিসেম্বর৷৷ মহিলা পুলিশ কনস্টেবলের শ্লীলতাহানির অভিযোগ উঠল কল্যাণপুরে৷ অভিযোগের ভিত্তিতে ডাকঘরে কর্মরত এক কর্মীতে গ্রেপ্তার করেছে পুলিশ৷ তার নাম স্বপন কর৷ তাকে আদালতে সোপর্দ করা হয়েছে৷ তার বাড়ি কল্যাণপুরেই৷ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কল্যাণপুরে হরিনাম সংকীর্তন চলছে৷ মহিলা কনস্টেবল সেখানে কর্তব্যরত অবস্থায় ছিল৷ মদ্যপান করে স্বপন কর সহ কয়েকজন নানা অঙ্গভঙ্গী করছিল৷ সেখান থেকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করেন মহিলা কনস্টেবল৷ তখনই মহিলা কনস্টেবলের শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷