আগরতলা, ৭ সেপ্টেম্বর – ত্রিপুরা অনিমিত কর্মচারী মঞ্চের অন্তর্গত পাম্প অপারেটর ইউনিটির প্রথম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হলো আগরতলার আই এম এ হাউসে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মঞ্চের চেয়ারম্যান ও আইনজীবী পুরুষোত্তম রায় বর্মনসহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।
সম্মেলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুরুষোত্তম রায় বর্মন জানান, অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের দাবিতে আন্দোলন অব্যাহত রয়েছে এবং আগামী দিনেও এই আন্দোলন চলবে। প্রয়োজনে আন্দোলনকে বৃহদাকার দেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।
তিনি আশা প্রকাশ করেন, মুখ্যমন্ত্রী অনিয়মিত কর্মচারীদের স্বার্থে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন। এ প্রসঙ্গে তিনি আরও জানান, চলতি সপ্তাহেই মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে অনিয়মিত কর্মচারীদের জন্য সরকার কি উদ্যোগ নিচ্ছে তা জানতে চাওয়া হবে।

