নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ ডিসেম্বর৷৷ রাজ্য ভাগের উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে সামিল হওয়ার জন্য আহ্বান জানিয়েছে আমরা বাঙালি দল৷ দলের রাজ্য কমিটির বৈঠকের প্রাক্কালে বৃহস্পতিবার আগরতলায় এক মিছিল সংগঠিত করে দল৷ মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আমরা বাঙালির রাজ্য সম্পাদক হরিগোপাল দেবনাথ বলেন, রাজ্যে জাতি উপজাতি উভয় অংশের মানুষ শান্তিপ্রিয়ভাবেই বসবাস করছেন৷ রাজ্যের শান্তি সম্প্রীতির পরিবেশ বিনষ্ট করার লক্ষ্যে রাজ্যভাগের চক্রান্ত চলেছে৷ পৃথক রাজ্য গঠনের স্লোগানধারীদের রীতিমত হঁুশিয়ারি দিয়ে শান্তিকামী জনগণকে প্রতিবাদ প্রতিরোধ মুখর হওয়ার জন্য তিনি আহ্বান জানান৷ হরিগোপালবাবু বলেন, রাজ আমল থেকেই বাংলা ভাষা রাজ্য ভাষা হিসেবে স্বীকৃত৷ বাংলা ভাষার মর্যাদা অক্ষুণ্ণ্ রাখার বর্তমান সরকার সঠিক পদক্ষেপ নিচ্ছে না বলে তিনি অভিযোগ করেন৷ একাদশ শ্রেণী থেকে বাংলা প্রত্যাহার করে নেওয়ার ঘটনার তীব্র প্রতিবাদ জানান তিনি৷ অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করে বাংলা ভাষা বহাল রাখার জন্য তিনি দাবি জানিয়েছেন৷
2016-12-23