সন্ত্রাসের মাস্টারমাইন্ডদের কড়া বার্তা দিয়েছে অপারেশন সিঁদুর ও মহাদেব : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ আগস্ট : জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও সন্ত্রাসী হামলার পরিপ্রেক্ষিতে পরিচালিত দুটি সফল সন্ত্রাসবিরোধী অভিযান—অপারেশন সিঁদুর ও অপারেশন মহাদেব—ভারতের দৃঢ় সন্ত্রাসবিরোধী অবস্থানকে বিশ্বদরবারে তুলে ধরেছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বুধবার তিনি অপারেশন মহাদেবে অংশ নেওয়া ভারতীয় সেনাবাহিনী, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফ-এর সাহসী জওয়ানদের সম্মান জানান এবং তাদের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ বলেন, “অপারেশন সিঁদুর এবং অপারেশন মহাদেব সন্ত্রাসের মাস্টারমাইন্ডদের স্পষ্ট বার্তা দিয়েছে—ভারতের নাগরিকদের জীবনের সঙ্গে খেললে তার পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর হতে পারে।” তিনি আরও বলেন, “অপারেশন সিঁদুর জনগণের মধ্যে সন্তোষ এনেছিল, আর অপারেশন মহাদেব সেই সন্তোষকে রূপান্তর করেছে আত্মবিশ্বাসে।”

প্রসঙ্গত, চলতি বছরের ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও এলাকায় নিরীহ পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলা চালানো হয়, যার পরিপ্রেক্ষিতে ৭ মে ভারতীয় নিরাপত্তা বাহিনী পরিচালনা করে অপারেশন সিঁদুর। সেই অপারেশনে কিছু সন্ত্রাসী নিকেশ হলেও পলাতক জঙ্গিদের খোঁজ চলছিল। অবশেষে ২৮ জুলাই শ্রীনগরের দাচিগাম অরণ্যে গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত হয় অপারেশন মহাদেব, যেখানে নিরাপত্তা বাহিনী তিনজন কুখ্যাত লস্কর-ই-তৈবা জঙ্গিকে নিকেশ করে। নিহত জঙ্গিরা হল সুলেমান শাহ ওরফে ‘ফয়জল জাট’, যিনি ছিলেন A++ ক্যাটাগরির জঙ্গি, হামলার মাস্টারমাইন্ড ও প্রধান শ্যুটার; আবু হামজা ওরফে ‘আফগান’, একজন A-গ্রেড কমান্ডার ও দ্বিতীয় শ্যুটার; এবং ইয়াসির ওরফে ‘জিবরান’, তিনিও একজন A-গ্রেড কমান্ডার ও তৃতীয় শ্যুটার। অপারেশন মহাদেব পরিচালনার আগে থেকে এই তিন জঙ্গি পহেলগাঁও হামলার পর থেকে দাচিগামের জঙ্গলে আত্মগোপন করেছিল।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ভারতের জাতীয় তদন্ত সংস্থা-র ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি প্রযুক্তিগতভাবে প্রমাণ করেছে যে অপারেশন মহাদেবে নিহত তিন জঙ্গিই পহেলগাঁও হামলার মূল অভিযুক্ত। তিনি বলেন, “আমাদের বাহিনী কেবল দক্ষতার সঙ্গে এই অভিযান পরিচালনা করেনি, বরং বিশ্বকে দেখিয়েছে যে সন্ত্রাসীরা যতই নতুন কৌশল অবলম্বন করুক না কেন, তারা আর ভারতের মাটিতে বিশৃঙ্খলা সৃষ্টি করে রেহাই পাবে না।” অমিত শাহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সমগ্র দেশের পক্ষ থেকে এই অভিযানগুলিতে অংশগ্রহণকারী সকল নিরাপত্তা কর্মীদের আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান। তিনি বলেন, “এই সফল অভিযানের ফলে দেশের মানুষের মনে যে নিরাপত্তার বোধ সৃষ্টি হয়েছে, তা ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।” সন্ত্রাসবাদ নির্মূলে ভারতের অবস্থান যে আপসহীন ও কঠোর, তা আবারও এই দুই অভিযানের মাধ্যমে স্পষ্ট হল বলেও মন্তব্য করেন তিনি।