আগরতলা, ২৭ আগস্ট : গোপন সংবাদের ভিত্তিতে গাঁজা বিরোধী অভিযানে নেমে সাফল্য পেয়েছে যাত্রাপুর থানার পুলিশ। জাগুরিয়া ছড়া এলাকায় অভিযান চালিয়ে গাঁজা গাছ ধ্বংস করে পুলিশ। এদিন প্রায় ২ লক্ষাধিক গাঁজা গাছ ধ্বংস করতে সক্ষম হয়েছে।
এক পুলিশ আধিকারিক বলেন, আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে যাত্রাপুর থানার অন্তর্গত জাগুরিয়া ছড়া এলাকায় গাঁজা চাষ করা হয়। সেই খবরের ভিত্তিতে অভিযান চালিয়েছে পুলিশ। এদিন প্রায় ২ লক্ষাধিক গাঁজা গাছ ধ্বংস করতে সক্ষম হয়েছে।
তিনি জানিয়েছেন, আরক্ষা দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই অভিযান জারি রাখতে হচ্ছে। গোপন খবর পেলে আগামীদিনে আরো অভিযান চলবে।ওসির নেতৃত্বে, সাব ইন্সপেক্টর অমরকিশোর দেববর্মা, প্রীতম দত্ত সহ বেশ কিছু টি এস আর জোয়ান ও পুলিশ কনস্টেবলকে নিয়ে কাঠালিয়া পঞ্চায়েত এলাকার কাঁকরি নদীর দক্ষিনে চড়াই উৎরাই পেরিয়ে বেশ কিছু বড় বড় গাজা নার্সারি প্লটের সন্ধান পায়, দেড় ঘন্টা সময় নিয়ে সমস্ত নার্সারি গুলি কেটে একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে বলে পুলিশের দাবি।

