প্রধানমন্ত্রী মোদি ২৯ আগস্ট থেকে জাপান ও চীনে চার দিনের সফরে

নয়াদিল্লি, ২৩ আগস্ট: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই মাসের ২৯ আগস্ট থেকে শুরু করে চার দিনব্যাপী জাপান ও চীনে সরকারি সফরে যাচ্ছেন। সফরের প্রথম পর্বে প্রধানমন্ত্রী মোদি ২৯ থেকে ৩০ আগস্ট জাপানে উপস্থিত থাকবেন এবং ১৫তম ভারত-জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন। এটি প্রধানমন্ত্রী মোদির জাপানে অষ্টম সফর এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে তার প্রথম শীর্ষ সম্মেলন।

এই সফরে দুই প্রধানমন্ত্রী ভারত ও জাপানের বিশেষ কৌশলগত এবং বৈশ্বিক অংশীদারিত্বের নানা বিষয় পর্যালোচনা করবেন। এর মধ্যে রয়েছে প্রতিরক্ষা, নিরাপত্তা, বাণিজ্য ও অর্থনীতি, প্রযুক্তি ও উদ্ভাবন। এছাড়াও তারা আঞ্চলিক এবং বৈশ্বিক গুরুত্বপূর্ন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন।

ভারতের পরবর্তী গন্তব্য হবে চীন, যেখানে প্রধানমন্ত্রী মোদি ৩১ আগস্ট থেকে আগামী মাসের ১ সেপ্টেম্বর পর্যন্ত টিয়ানজিনে অনুষ্ঠিত শাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন।

শীর্ষ সম্মেলনের পাশাপাশি, প্রধানমন্ত্রী মোদি বিভিন্ন বৈশ্বিক নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার সম্ভাবনা রয়েছে। ভারত ২০১৭ সাল থেকে এসসিও-এর সদস্য দেশ হিসেবে অংশগ্রহণ করছে এবং ২০২২-২৩ সালে এসসিও রাষ্ট্রপ্রধান কাউন্সিলের সভাপতিত্বও পালন করেছে।

এই সফর কূটনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রের পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতাকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।