আগরতলা, ১৪ আগস্ট : গোমতী জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে হর ঘর তিরঙ্গা কর্মসূচিকে সামনে রেখে বাইক রেলি অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশ সুপার ডঃ কিরণ কুমার কে, অতিরিক্ত জেলা পুলিশ সুপার রুশিকেশ দেসাই, ট্রাফিক ডিসপি অভিমুন্য আর প্রসাদ, ডিএসপি ডিআইবি শ্যামল দেববর্মা সহ জেলা উচ্চপদস্থ আধিকারিকগন উপস্থিত ছিল।
এদিন পুলিশ লাইন রিজার্ভ হেডকোয়ার্টার থেকে শুরু করে উদয়পুর সেন্ট্রাল রোড হয়ে মাতাবাড়ী পরিক্রমা করে পুনরায় পুলিশ লাইন রিজার্ভ হেড কোয়ার্টারে এসে শেষ হয়। জেলা পুলিশ সুপার বলেন, হর ঘর তিরঙ্গা কর্মসূচিকে সামনে রেখে গোমতী পুলিশের উদ্যোগে পঞ্চাশটি বাইক নিয়ে ৱ্যালি অনুষ্ঠিত হয় এবং ট্রাফিক সচেতনতা বার্তা সহ প্রতিটি ঘরে তিরঙ্গা লাগানো জন্য বলেন পুলিশ সুপার।

