আগরতলা, ১৩ আগস্ট: ফের বিদ্যালয়ে চোরের হানা। যদিও পুলিশের উপস্থিতি টের পেয়ে চুরি করা সামগ্রী ফেলে রেখেই পালিয়ে যায় চোর। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীররাতে শহরের বাণী বিদ্যাপীঠ বিদ্যালয়ে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানিয়েছেন, বিদ্যালয়ে গতকাল রাতে চোর হানা দিয়ে ৫ টা ইউপিএস, একটা মনিটর এবং একটা ফ্যান বাক্সে ভরে নিয়ে যাওয়ার জন্য তৈরি করে। পরে পুলিশের উপস্থিতি আঁচ করতে পেরে এই চুরির সামগ্রীগুলি ফেলে রেখেই পালিয়ে যায়। যদিও পুলিশ এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি। পাশাপাশি বিদ্যালয়ের ১৭ টি জানলা ভেঙে ফেলছে চোর। ঘটনায় বিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষক। রাত্রিকালীন নিরাপত্তা আরো বৃদ্ধি করা প্রয়োজন বলেই দাবি সাধারনের।

