ইমফল, ১২ আগস্ট:মণিপুরে নিরাপত্তা বাহিনী জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে। গত দু’দিনে রাজ্যের বিভিন্ন জেলায় সমন্বিত অভিযানে নিষিদ্ধ কাংলেইপাক কমিউনিস্ট পার্টি (কেসিপি)-র তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
১১ আগস্ট, ইমফল পূর্ব জেলার পুংডংবাম আওয়াং লাইকাই এলাকা থেকে কেসিপি (আপুনবা সিটি মেইতেই) শাখার সক্রিয় সদস্য ওয়াকামবাম সুনিলকান্ত মেইতেই (২৫)-কে গ্রেফতার করে নিরাপত্তা বাহিনী।
একই দিনে থৌবাল জেলার খোংজম থানার অন্তর্গত তেকচাম মানিং চিন এলাকা থেকে কেসিপি (পিডব্লিউজি) দলের সদস্য মায়েনগবাম অমিতাব সিং ওরফে খাবা (৩২)-কে গ্রেফতার করা হয়। তিনি কাকচিং জেলার ওয়াবাগাই থিংগেল লাইকাই এলাকার বাসিন্দা। তদন্তকারীদের দাবি, একটি কমান্ডো ইউনিটকে লক্ষ্য করে গুলিবর্ষণ এবং ইমফলের এনআইটি কর্মীদের হুমকি দেওয়ার ঘটনায় তাঁর জড়িত থাকার প্রমাণ মিলেছে। তার কাছ থেকে একটি .৩২ পিস্তল, ৫০ রাউন্ড তাজা গুলি, চারটি ইনসাস ম্যাগাজিন, দুটি মোবাইল ফোন ও সিম কার্ড বাজেয়াপ্ত করা হয়েছে।
তদপূর্বে, ১০ আগস্ট, ইমফল পূর্ব জেলার সেকতা আওয়াং লাইকাই এলাকা থেকে কেসিপি (নয়ন) শাখার সদস্য হুইড্রম সুদার সিং ওরফে সানাথোই ওরফে সালাই (৩৯)-কে গ্রেফতার করে পুলিশ। খাবেইসোই এলাকায় চাঁদাবাজির মাধ্যমে নিষিদ্ধ সংগঠনের জন্য অর্থ সংগ্রহে জড়িত ছিল বলে অভিযোগ। পুলিশ তার কাছ থেকে দুটি মোবাইল ফোন উদ্ধার করেছে।
অন্যদিকে, রাজ্যজুড়ে আইনশৃঙ্খলা রক্ষার্থে নিয়মিত তল্লাশি অভিযান চলছে। ১১ আগস্ট ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ২১ জনকে চালান করে মোট ৩৯,০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। আগের দিন ২৬টি গাড়ি থেকে টিনটেড গ্লাস সরানো হয়েছে।
রাজ্যের উপত্যকা ও পার্বত্য জেলাগুলিতে ১১১টি চেকপোস্ট বসিয়ে তল্লাশি ও এলাকা নিয়ন্ত্রণ অভিযান চালানো হয়। এসব চেকপোস্ট থেকে ১১ জনকে আটক করে যাচাই-বাছাই করা হয়েছে।

