আগরতলা, ১১ আগস্ট: আজ পোয়াংবাড়িতে ত্রিপুরা রাজ্য গণমুক্তি পরিষদের ১৩তম টাক্কা তুলসী অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এদিন পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের বাইরের কাজের সূচনা হয়। পার্টির পতাকা উত্তোলন করেন সিপিআই(এম) পলিটব্যুরোর সদস্য তথা বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরী।
সম্মেলনের সমাপ্তি উপলক্ষে পোয়াংবাড়ি বাজারে এক জনসভার আয়োজন করা হয়। জনসভার প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআই(এম) পলিটব্যুরোর সদস্য জীতেন্দ্র চৌধুরী। বক্তব্য রাখতে গিয়ে তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, মানুষের ন্যায্য দাবি ও গণতান্ত্রিক অধিকারের প্রশ্নে পার্টির অবস্থান তুলে ধরেন এবং জনসংযোগ বাড়িয়ে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
এদিন তিনি আরও বলেন, গত সাত বছরে বিজেপি সরকার জনগনকে কোণঠাসা করে রেখেছে। এমনকি, জনগণের অসুখ হলেও প্রকাশ করতে পারেননা। জনগণের অনেক কিছু ইচ্ছে থাকলেও প্রকাশ করার কোনো সুয়োগ নেই।

