সমাজদ্রোহী তকমা দিয়ে বাড়িতে হামলা ও ভাঙচুর , জনরোষের মুখে গ্রেপ্তার দুই ভাই, উত্তপ্ত গোর্খাবস্তী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ ডিসেম্বর৷৷ শহরতলীর গোর্খাবস্তী এলাকায় একটি পরিবারের ওপর হামলা চালানোর ঘটনাকে কেন্দ্র করে রাজনীতির পারদ তুঙ্গে৷ ওই বাড়িতে হামলা ভাঙচুর করা হয়৷ পরিবারটিকে এলাকা ছাড়া করার হুলিয়া জারি করা হয়েছে৷ অভিযোগ নান্টু ও তার ভাই পিন্টু সমাজদ্রোহী বলে এলাকাবাসীর অভিযোগ৷ সে কারণেই তাদের বাড়িতে হামলা করা হয়েছে৷ নান্টু পাল ও পিন্টু পাল বিজেপি সমর্থক৷ হামলাকারীরা শাসকদলের তকমাধারী৷ তাতেই রাজনীতির পারদ তুঙ্গে উঠেছে৷ নান্টু ও পিন্টুর বাড়িতে হামলার খবর পেয়ে নিউ ক্যাপিটেল কমপ্লেক্স থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷ নান্টু ও পিন্টুকে গ্রেপ্তার করেছে পুলিশ৷
পরিবারের অপর সদস্যদেরও বাড়ি থেকে তুলে নিয়ে গেছে পুলিশ৷ পুলিশের তরফে বলা হয়েছে নিরাপত্তাজনিত কারণেই পরিবারের অন্যান্য সদস্যদের বাড়ি থেকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে৷ বাড়িটি সিলও করে দিয়েছে পুলিশ৷ পুলিশের সামনেই বাড়িটিতে ইট পাটকেল ও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে৷ বিজেপির নেতারা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেলে শাসক দলের তকমাধারীরা তাদেরকে ধাওয়া করেন বলে খবর পাওয়া গিয়েছে৷ পুলিশের সামনে কীভাবে আইন হাতে তুলে নেওয়া হল তা নিয়ে প্রশ্ণ উঠেছে৷ উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর ইন্দ্রনগরে ওই এলাকার শাসক দলের কাউন্সিলার মৃণ্ময় সেন ওরফে খোকন বৈষ্ণবকেও শিশুকন্যার শ্লীলতাহানির অভিযোগ আনে অভিযুক্তের বাড়িতে হামলা ও হুজ্জুতি সংগঠিত করা হয়েছিল৷ সেক্ষেত্রে অবশ্য তৃণমূল কংগ্রেসের নেত্রী পান্না দেব সহ অন্যান্যরা কাউন্সিলারের বাড়িতে চড়াও হয়েছিলেন৷ ওই ঘটনার পর থেকে কাউন্সিলার মৃণ্ময় সেন অবশ্য বেপাত্তা৷ পরপর জনগনের আইন হাতে তুলে নেওয়ার ঘটনা খুবই উদ্বেগজনক৷ এ ধরনের ঘটনার মধ্য দিয়ে আরক্ষা প্রশাসনের অস্তিত্ব নিয়েও প্রশ্ণ উঠতে শুরু করেছে৷ এই দায়িত্ব তাদেরকে কে দিয়েছে সে প্রশ্ণও প্রাসঙ্গিত হয়ে উঠেছে৷
এদিকে, রাতে নান্ট ও পিন্টুর বাড়ির সামনে অস্থায়ী পুলিশ পিকেট বসানো হয়েছে বলে জানা গিয়েছে৷ সূত্র মারফত আরও খবর, নান্টুর পরিবার সিপিএমে ছিলেন৷ সম্প্রতি তিনি বিজেপিতে যোগ দিয়েছেন৷ তার দলত্যাগের পর থেকেই সিপিএমের স্থানীয় নেতারা ও ক্যাডাররা ক্ষুব্ধ হয়ে উঠেন৷ জানা গিয়েছে, সম্প্রতি এলাকারই এক ব্যক্তি প্রয়াত হয়েছেন৷ প্রয়াতকে শেষ শ্রদ্ধা জানাতে বিজেপির ফ্ল্যাগ নিয়ে গিয়েছিলেন পিন্টু৷ তাতে স্থানীয় কমরেডরা ক্ষোভে ফেটে পড়েন৷ সেই থেকে পিন্টু ও তাঁর পরিবারের উপর চাপা ক্ষোভে ছিলেন এলাকার সিপিএম ক্যাডাররা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *