আইজল, ০১ আগস্ট : আসাম রাইফেলস মিজোরামের চাম্পাই জেলার জোটে এলাকায় এক অভিযানে ১১.১১০ কিলোগ্রাম মেথামফেটামিন ট্যাবলেট বাজেয়াপ্ত করেছে। ৩১ জুলাই ২০২৫ তারিখে পরিচালিত এই অভিযানের সময় উদ্ধার হওয়া মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য ৩৩.৩৩ কোটি টাকা।
বাজেয়াপ্ত করা এই মাদকদ্রব্য পরবর্তী আইনি পদক্ষেপের জন্য চাম্পাই-এর আবগারি ও মাদকদ্রব্য বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

