ধর্মনগর, ৩০ জুলাই: কদমতলা থানার অন্তর্গত ইছাইলালছড়া গ্রামে সংঘটিত এক চাঞ্চল্যকর ডাকাতি মামলায় পুলিশি অভিযানে গ্রেপ্তার হল আরও এক দূর্ধর্ষ ডাকাত। অভিযুক্তের নাম সেলিম উদ্দিন (৩৫), পিতা কমর উদ্দিন, চুরাইবাড়ি থানার পূর্ব ফুলবাড়ি খাদিমপাড়া ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
প্রথমে পুলিশের সন্দেহের তালিকায় উঠে আসে দক্ষিণ হুরুয়া ১ নম্বর ওয়ার্ড এলাকার কম্পু শুক্লা দাস (২৮) ও দক্ষিণ কদমতলা ৭ নম্বর ওয়ার্ডের জমির আলী (৪৭)। তাদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে সেলিম উদ্দিনের নাম উঠে আসে এবং সেই খবরের ভিত্তিতেই রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় নগদ ১২,১০০ টাকা, একটি অ্যান্ড্রয়েড ফোন, তিনটি কিপ্যাড মোবাইল, ডাকাতিতে ব্যবহৃত ধারালো অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম।
সবচেয়ে চমকে দেওয়ার মতো বিষয় হল, অভিযুক্তের বাড়ি থেকে উদ্ধার হয়েছে বিএসএফ জওয়ানের ইউনিফর্ম ও কুর্তি মাদ্রাসা থেকে চুরি যাওয়া একটি মিউজিক সিস্টেম। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, অভিযুক্তরা বিএসএফের পোশাক পরে গ্রামে গ্রামে গিয়ে নিজেদের জওয়ান পরিচয় দিয়ে ডাকাতি চালাত, যাতে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে প্রতিরোধ না করে।
পুলিশের দাবি, এই ডাকাত দলটি শুধুমাত্র স্থানীয় নয়—তাদের সঙ্গে রাজ্য ও বহির্বিভাগের আরও কয়েকজন কুখ্যাত অপরাধী জড়িত থাকতে পারে। ধৃতকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে, এবং পুরো চক্রটিকে চিহ্নিত করতে তদন্তে জোরদার তৎপরতা চালাচ্ছে পুলিশ।

