কুমারী টিলায় চুরি যাওয়া সামগ্রী ও মাদকসহ আটক ৩

আগরতলা, ২৭শে জুলাই : কুমারী টিলা এলাকা থেকে চুরি যাওয়া রড ও সিমেন্ট সামগ্রীসহ দুই ব্যক্তিকে আটক করেছে এনসিসি থানার পুলিশ। একই সাথে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১১০০ গ্রাম গাঁজা এবং হেরোইনের কৌটাসহ এক কুখ্যাত মাদক কারবারি রঞ্জন রায়কে আটক করা হয়েছে।

এনসিসি থানার ওসি প্রাজিত মালাকার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি জানান, কুমারী টিলা এলাকায় চুরি সংক্রান্ত একটি অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়। সেই তদন্তের সূত্র ধরে চুরি যাওয়া রড ও সিমেন্ট সামগ্রীসহ দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

পাশাপাশি, এনসিসি থানার পুলিশ গোপন খবরের ভিত্তিতে মাদক বিরোধী অভিযানে রঞ্জন রায় নামে এক ব্যক্তিকে আটক করেছে। তার কাছ থেকে বিপুল পরিমাণ গাঁজা (১১০০ গ্রাম) এবং হেরোইনের কৌটা উদ্ধার করা হয়েছে। রঞ্জন রায় একজন কুখ্যাত মাদক কারবারি হিসেবে পরিচিত।

ওসি প্রাজিত মালাকার আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।