স্মার্ট মিটার নিয়ে নাজেহাল পশ্চিম পিলাক এলাকায় অধিকাংশ লোকজন

আগরতলা, ২৪ জুলাই : রাজ্যে সর্বত্র স্মার্ট মিটার নিয়ে বিতর্ক শুরু হয়েছে। এদিকে,স্মার্ট মিটার প্রত্যাহারের দাবিতে বিক্ষোভে সামিল হয়েছে পশ্চিম পিলাক এলাকার লোকজন। তাঁদের অভিযোগ, স্মার্ট মিটারে স্থায়ী চার্জ, বিভিন্ন, ফুয়েল চার্জ সহ আরো অন্যান্য চার্জ দিতে হচ্ছে।

এলাকাবাসীদের অভিযোগ, গ্রাহকরা যে পরিমান বিদ্যুৎ ব্যবহার করছে তার থেকে বেশি পরিমানে চার্জ দিতে হচ্ছে। বিগত দিনে এমন দেখা যেত না। তাই স্মার্ট মিটার বসানোর পর থেকে লোকজনদের যে পরিমানে বিল আসছে তা সকলের পক্ষে দেওয়া সম্ভব হচ্ছে না। জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের পশ্চিম পিলাক এলাকায় অধিকাংশ লোকজন দৈনিক কাজ করে নিজেদের পরিবার পরিচালনা করেন। এরই মধ্যে দেখা যায় এই এলাকায় স্মার্ট মিটার বসানোর পর এলাকার লোকজনদের যে পরিমানে বিল আসছে এতে করে সকলকে বিল পরিশোধ করে পরিবার চালানো কষ্টকর হয়ে দাঁড়িয়েছে।

জানা গিয়েছে, ওই এলাকার এক ব্যক্তির এক লক্ষ টাকার অধিক বিদ্যুতের বিল এসেছে। তাই সকলে ঐক্যবদ্ধ হয়ে স্মার্ট মিটারের বিরোধীতা করেন এবং এই বিল যন্ত্রনা থেকে পরিত্রানের জন্য স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া ও রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীর নিকট আবেদন জানান। এখন দেখার বিষয় পশ্চিম পিলাক এলাকার লোকজনের সার্বিক সহযোগীতায় বিদ্যুৎ দপ্তর কিপ্রকার পদক্ষেপ গ্রহন করে।