নিজস্ব প্রতিনিধি, কুমারঘাট, ২৩ জুলাই: মোবাইল চুরি করতে গিয়ে হাতে নাতে পাকড়াও এক যুবক। ঘটনা কুমারঘাট রেল স্টেশন লাগোয়া সুকান্তনগর এলাকায়। আটককৃত যুবকের বাড়ি আসামের নিলামবাজার এলাকায় বলে জানিয়েছে সে।
আটককৃত যুবক জানায় সে কর্মসূত্রে নালকাটা এলাকায় শ্রমিকের কাজ করছিল। তার একজন সহকর্মী সেই মোবাইলটি চুরি করে তার হাতে দেয়। কিন্তু এলাকাবাসীরা তাকে চোর সন্দেহে আটক করে বেধড়ক মারধর করেছে।
এদিকে স্থানীয় এলাকাবাসীদের অভিযোগ, সুকান্তনগর এলাকায়
এক ব্যক্তির মোবাইল চুরি করে পালাচ্ছিল ওই যুবক। তখনই স্থানীয়রা তাকে আটক করে উত্তমমধ্যম দিয়েছে। পরবর্তী সময়ে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে তাকে আটক করে নিয়ে গেছে।

