আগরতলা, ২১ জুলাই : গোপন খবরের ভিত্তিতে গাঁজা বোঝাই গাড়ি আটক করল পুলিশ। গাড়ি থেকে মোট ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
এসডিপিও এনসিসি সুব্রত বর্মন, এয়ারপোর্ট থানার ওসি অভিজিৎ মণ্ডলের নেতৃত্বে এয়ারপোর্ট থানার সাব ইন্সপেক্টর মামুন উল্লা কাজী, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর মার্জিন কৃষ্ণ ত্রিপুরা এবং এয়ারপোর্ট থানার পুলিশ ও টি এস আর বাহিনীর জওয়ানরা নেশা বিরোধী অভিযানে সাফল্য পেলো।
একটি গাঁজা বোঝাই করা অটো গাড়ি যার নাম্বার টি আর ০১_ জি -৩৬৭৯ প্রচুর পরিমান গাঁজা রয়েছে এই গোপন সংবাদের ভিত্তিতে এম্বোজ পেতে বসে পুলিশ এবং গাড়িটি আসলে আটক করে তল্লাশি চালিয়ে মোট ৫০ কেজি শুকনো গাজা উদ্ধার হয়। নরসিংগড় এলাকার মৃত শচীন্দ্র ঘোষের ছেলে নেশাকারবারি সুমন ঘোষকে তার অটো সমেত গ্রেফতার করে পুলিশ এবং তার বিরদ্ধে এনডিপিএস আইন অনুযায়ী মামলা নিয়ে তদন্ত শুরু করে।

