আগামীকাল দেশব্যাপী সাধারণ ধর্মঘটের সমর্থনে জনসাধারণকে এগিয়ে আসতে আহ্বান বিরোধী দলনেতার

আগরতলা, ৮ জুলাই : চারটি শ্রম কোড বাতিল করা, পুরনো পেনশন স্কিম পুনর্বহাল করা, বিদ্যুৎ সংশোধনী বিল বাতিল করা সহ ১৭ দফা দাবির ভিত্তিতে আগামীকাল দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে কেন্দ্রীয় ১০ টি ট্রেড ইউনিয়ন। এই সাধারণ ধর্মঘটকে সফল করার আহবান জানিয়েছেন সিপিআইএমের পলিটব্যুরো সদস্য তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী।

এদিন শ্রী চৌধুরী বলেন, ভারতবর্ষে একমাত্র সমস্যা শুধু কৃষকদের নয়, শ্রমিকদেরও রয়েছে। কৃষক এবং শ্রমিক একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। তাই ধর্মঘটে সুংযক্ত কিষান মোর্চাও সামিলে হচ্ছে। ইতিমধ্যে এই ধর্মঘটের সর্মথনে পার্টির তরফ থেকে দেশবাসীকে এগিয়ে আসার জন্য আবেদন জানিয়েছে। ত্রিপুরাবাসীকেও পার্টির তরফ থেকে ধর্মঘটের সর্মথনে এগিয়ে আসার জন্য আবেদন জানিয়েছেন তিনি।