শীতলা মায়ের মূর্তি ভাঙ্গাকে ঘিরে উদয়পুরে উত্তেজনা

আগরতলা, ৩ জুলাই : শীতলা মায়ের মূর্তি ভাঙ্গাকে ঘিরে উদয়পুর মহকুমার তাতুয়াটিলা এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ সুপার সহ বিশাল পুলিশ বাহিনী। পুলিশের হস্তক্ষেপে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণ রয়েছে বলে জানা গিয়েছে।

ঘটনার বিবরণে পুলিশ সুপার জানিয়েছেন, দীর্ঘদিন বছর ধরে উদয়পুর মহকুমার তাতুয়াটিলা এলাকায় শীতলা মায়ের মন্দির প্রতিষ্ঠিত রয়েছে। কিন্তু আজ সকালে এলাকাবাসীরা দেখতে পান শীতলা মায়েী মূর্তি ভাঙ্গা অবস্থার রয়েছে। ওই খবরটি চাউর হতেই এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। সাথে সাথে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে বিশাল পুলিশ বাহিনী। তিনি আরও জানিয়েছেন, কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।