আইসিএমআর ও এইমস-এর গবেষণায় স্পষ্ট, কোভিড টিকাকরণ ও হঠাৎ মৃত্যুর মধ্যে কোনো সম্পর্ক নেই : কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক

নয়াদিল্লি, ২ জুলাই : ভারতীয় চিকিৎসা গবেষণা পরিষদ (আইসিএমআর) এবং অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এইমস)-এর বিস্তৃত গবেষণায় স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে, কোভিড-১৯ টিকা ও হঠাৎ মৃত্যুর মধ্যে কোনো সম্পর্ক নেই। এ তথ্য জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক।

কোভিড মহামারির পর দেশজুড়ে তরুণদের মধ্যে হৃদরোগ সংক্রান্ত মৃত্যুর ঘটনা বাড়তে দেখা গেছে। ওই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে কোভিড টিকাকরণকে দায়ী করা হচ্ছিল। তবে স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, এই হঠাৎ হৃদরোগজনিত মৃত্যুর পেছনে জিনগত কারণ, জীবনধারা, পূর্ববর্তী শারীরিক সমস্যা এবং কোভিড-পরবর্তী জটিলতা ভূমিকা রাখলেও, কোভিড টিকা দায়ী নয়।

মন্ত্রক জানিয়েছে, আইসিএমআর ও ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল(এনসিডিসি)-এর গবেষণায় প্রমাণিত হয়েছে যে ভারতে ব্যবহৃত কোভিড টিকাগুলি নিরাপদ ও কার্যকর। গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়ার ঘটনা অত্যন্ত বিরল। হঠাৎ অজানা মৃত্যুর কারণ অনুসন্ধানে দেশের একাধিক সংস্থা তদন্তে নেমেছে। তার মধ্যে আইসিএমআর ও এনসিডিসি দুটি পরিপূরক গবেষণা চালিয়েছে। একটি পূর্ববর্তী তথ্যভিত্তিক, অন্যটি ছিল বাস্তব সময়ের বিশ্লেষণ।

প্রথম গবেষণাটি আইসিএমআর-এর ন্যাশনাল ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি (এনআইই) পরিচালিত হয়েছে। তাতে ২০২৩ সালের মে থেকে আগস্ট-এর মধ্যে দেশের ১৯টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৪৭টি তৃতীয় পর্যায়ের হাসপাতালের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। ২০২১ সালের অক্টোবর থেকে ২০২৩ সালের মার্চের মধ্যে হঠাৎ মৃত্যু বরণ করেছেন, এমন ১৮-৪৫ বছর বয়সী স্বাস্থ্যবান প্রাপ্তবয়স্কদের উপর গবেষণা চলেছে। স্বাস্থ্য মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে, গবেষণায় স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে, কোভিড-১৯ টিকাকরণ যুবকদের মধ্যে অজানা হঠাৎ মৃত্যুর ঝুঁকি বাড়ায় না।

দ্বিতীয় গবেষণাটি এইমস, নয়াদিল্লি ও আইসিএমআর-এর যৌথ উদ্যোগে চলছে। ওই গবেষণায় হঠাৎ মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানের চেষ্টা করা হচ্ছে। প্রাথমিক বিশ্লেষণে দেখা গেছে, হৃদরোগ বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন (এমআই) এখনও তরুণদের হঠাৎ মৃত্যুর প্রধান কারণ। বিগত বছরের সঙ্গে তুলনা করলে মৃত্যুর প্যাটার্নে কোনো বড় পরিবর্তন লক্ষ্য করা যায়নি, জানিয়েছে মন্ত্রক। অধিকাংশ অজানা মৃত্যুর পেছনে জিনগত মিউটেশনের সম্ভাবনা দেখা গেছে বলেও উল্লেখ করা হয়েছে।

গবেষণায় আরও উঠে এসেছে, কোভিড টিকা মৃত্যুর ঝুঁকি বাড়ায় না, বরং পূর্ববর্তী স্বাস্থ্য সমস্যা, জিনগত প্রবণতা এবং ঝুঁকিপূর্ণ জীবনযাপনই এই মৃত্যুর পেছনে মূল ভূমিকা রাখে। স্বাস্থ্য মন্ত্রক এমন বিভ্রান্তিমূলক রিপোর্টেরও সমালোচনা করেছে, যেগুলিতে টিকাকরণকে হঠাৎ মৃত্যুর সঙ্গে যুক্ত করা হয়েছে। মন্ত্রক একে “মিথ্যা ও বিভ্রান্তিকর” বলে অভিহিত করে জানিয়েছে, এমন ভিত্তিহীন দাবি জনস্বাস্থ্য ও টিকাকরণে আস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।