রাজ্যে ‘মন কি বাত’-এর ১২৩তম পর্ব শ্রবণের আয়োজন : মুখ্যমন্ত্রীসহ জনপ্রতিনিধিদের অংশগ্রহণ

আগরতলা, ২৯ জুন : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনপ্রিয় মাসিক বেতার অনুষ্ঠান ‘মন কি বাত’-এর ১২৩তম পর্ব আজ ত্রিপুরাজুড়ে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী, বিভিন্ন মন্ত্রী এবং সাংসদসহ অসংখ্য জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ এই অনুষ্ঠান শ্রবণের আয়োজনে অংশ নেন, যা প্রধানমন্ত্রী ও দেশবাসীর মধ্যে এক নিবিড় সংযোগের মাধ্যম হিসেবে বিবেচিত।
আজ গঙ্গাছড়া বাজারের এক বিশেষ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা এবং যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ মনোযোগ সহকারে শোনেন। মুখ্যমন্ত্রী এই অনুষ্ঠানকে “হৃদয় থেকে হৃদয়ে সংযোগ স্থাপনের একটি সেতু” হিসাবে বর্ণনা করেন, যা দেশের মানুষের সঙ্গে প্রধানমন্ত্রীর ভাবনা ও বার্তা বিনিময়ে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
পাশাপাশি, খয়েরপুর মণ্ডলের অন্তর্গত ৪৪ নং বুথে এই বিশেষ পর্বে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য। তিনি জানান, প্রধানমন্ত্রীর এই ধরনের জনমুখী অনুষ্ঠান সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছে দিতে সাহায্য করে।
বামুটিয়া বিধানসভার পূর্ব গান্ধীগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ৪০নং বুথে বৈদ্যনাথ কমিউনিটি হল ঘরে ‘মন কি বাত’ শোনেন পরিবহণ ও পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং বলেন, এমন অনুষ্ঠান দেশ গঠনে সাধারণ মানুষকে অনুপ্রাণিত করে।
পশ্চিম জয়নগর বণিক পাড়াস্থিত শঙ্কর গীতা আশ্রমে রামনগর মণ্ডলের উদ্যোগে প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ অনুষ্ঠান শোনার বিশেষ ব্যবস্থা করা হয়েছিল। এই আয়োজনে উপস্থিত ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ‘মন কি বাত’ দেশের বিভিন্ন প্রান্তের মানুষের সাফল্য ও চ্যালেঞ্জ তুলে ধরে, যা অন্যদের জন্য অনুপ্রেরণা যোগায়।