নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ ডিসেম্বর৷৷ গ্রামোন্নয়ন মন্ত্রী নরেশ জমাতিয়াকে গ্রেপ্তারের দাবীতে শনিবার আগরতলা শহরে

মিছিল সংগঠিত করেছে বিজেপি যুব মোর্চা৷ সংগঠনের পক্ষ থেকে এদিন দুপুরে একটি মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করেছে৷
সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে এডিসির নির্বাহী সদস্য জয়কিশোরী জমাতিয়াকে নারী সংক্রান্ত অপরাধের জন্য সিপিএম দল থেকে বহিস্কার করেছে৷ জয়কিশোর বহিস্কার হওয়ার পর নারী সংক্রান্ত অপরাধের সাথে মন্ত্রী নরেশ জমাতিয়া যুক্ত থাকার অভিযোগ করেছেন৷ সেই অভিযোগের ভিত্তিতে বিজেপির যুব মোর্চা আন্দোলনে নামে৷