হায়দরাবাদ, ১০ ডিসেম্বর (হি.স.) : ডাকঘরের এক কর্মচারির আত্মীয়ের বাড়িতে হানা দিয়ে নতুন নোটের ৭০ লাখ টাকা উদ্ধার করল সিবিআই| পুলিশ জানিয়েছে, শুক্রবার তেলেঙ্গানার রাঙ্গারেড্ডি জেলার ইব্রাহিমপটনমের ওই বাড়িতে হানা দিয়ে কেন্দ্রীয় গোয়েন্দারা নতুন দু’হাজার টাকার নোটে ৭০ লাখ টাকা উদ্ধার করে| ঘটনাটি ঘটেছে হায়দরাবাদ পোস্ট অফিসের সিনিয়র সুপারিটেনডেন্ট কে সুধীর বাৱুকে গ্রেফতার করার পর এই তল্লাশি অভিযান চালানো হয়েছে বলে জানা গিয়েছে|
অন্যদিকে টাকা বদলের ঘটনায় অপর দুই অভিযুক্ত নীতিন ও নরসিমা রেড্ডিকে গ্রেফতার করে পুলিশ হেপাজতে পাঠানো হয়েছে| সুধীরবাৱুসহ মোট চারজন অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ| কমিশন পাওয়ার লোভে নিজের ক্ষমতার অপব্যবহার করে নতুন নোটে ২ কোটি ৯৫ লাখ টাকা ওই ডাকঘর থেকে বদল করে দেওয়ার অভিযোগ উঠেছিল সুধীরবাৱুর বিরুদ্ধে|
2016-12-10