আগরতলা, ১৪ জুন : কাজ, খাদ্য, রেগার বা টুয়েপের শ্রমদিবস ও মুজুরি বৃদ্ধি করা, সহ স্থানীয় জনজীবনের আশু গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানের দাবিতে মিছিল সভা সংগঠিত করলো সিপিআই(এম)। পার্টির মলয়নগর ও বনকুমারী অঞ্চলের উদ্যোগে আয়োজিত হয়েছিলো এদিনের কর্মসূচি। কর্মসূচি থেকে বিজেপি জোট সরকারের প্রতিশ্রুতি পালন ও স্থানীয় বিভিন্ন সমস্যা সমাধানের সরকারকে ভূমিকা গ্রহণ করতে আহ্বান জানানো হয়েছে।
নেশা ও জুয়া বন্ধে প্রশাসনকে কার্যকরি ভূমিকা গ্রহণ করতে হবে। সিপিআই(এম) ডুকলি মহকুমা সম্পাদক সমর চক্রবর্তী, মহকুমা সম্পাদকমণ্ডলীর সদস্য বিশ্বজিৎ সাহা, নীলাঞ্জনা রায়, মহকুমা কমিটির সদস্য বাবুল দেবনাথ, প্রদ্যোত দাস, বিধায়ক রামু দাস, প্রাক্তন বিধায়ক নকুল দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিন বনকুমারী থেকে স্লোগান সোচ্চার মিছিল যোগেন্দ্রনগর রেল স্টেশন হয়ে বনকুমারী সমর স্মৃতি ভবনের সামনে এক পথ সভায় মিলিত হয়। এখানে কানুরাম সাহা ও ইসমাইল মিয়ার সভাপতিত্বে সমর চক্রবর্তী, বিশ্বজিৎ সাহা, নীলাঞ্জনা রায়, নকুল দাস ও রামু দাস আলোচনা করেন।

