ভারতের অবস্থান এখন বিশ্বে ৪র্থ, শীঘ্রই হবে ৩য়: কৃষিমন্ত্রী

আগরতলা, ১১ জুন :কংগ্রেস শাসনকাল ছিল দুর্নীতিতে ভরা, আর মোদীজির নেতৃত্বে ভারত পেয়েছে স্বচ্ছ ও সার্বিক উন্নয়নের রূপরেখা। আজ ঊনাকোটি জেলায় এক সাংবাদিক সম্মেলনে কংগ্রেসকে তীব্র আক্রমণ করে কৃষি মন্ত্রী রতন লাল নাথ।

তিনি বলেন, “গত ১১ বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত সেবা, গরিব কল্যাণ ও সুশাসনের পথে এগিয়ে চলেছে। ২০৪৭ সালের মধ্যে ‘বিকসিত ভারত’-এর স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে নানা প্রকল্প গ্রহণ করা হয়েছে।”

মন্ত্রী নাথ ‘মেক ইন ইন্ডিয়া’, ‘স্টার্টআপ ইন্ডিয়া’, ও ‘ভোকাল ফর লোকাল’-এর মত উদ্যোগগুলির ভূয়সী প্রশংসা করে বলেন, “আমার ৫০ বছরের রাজনৈতিক জীবনে এরকম উন্নয়নমূলক অগ্রগতি আগে দেখিনি।”

তিনি কংগ্রেসের দুর্নীতিকে তুলোধোনা করে বলেন, “মোদীজির শাসন স্বচ্ছতার ওপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে—‘না খাউঙ্গা, না খানেদুঙ্গা’। আর এই কারণেই আজ দেশ দুর্নীতি হ্রাসের পথে।”

মন্ত্রী জানান, মোদী সরকারের আমলে ভারত বিশ্বের ১১তম স্থান থেকে উঠে এসে এখন ৪র্থ বৃহত্তম অর্থনীতি হয়ে উঠেছে। “খুব শীঘ্রই ভারত ৩য় স্থানে পৌঁছে যাবে,” বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

কৃষি ও পরিকাঠামো খাতে সরকারের সাফল্যের প্রসঙ্গে তিনি বলেন, “আজ দেশের ৮৪% মানুষ জলের সুবিধা পাচ্ছেন জল জীবন মিশনের মাধ্যমে, যেখানে আগে মাত্র ৩% পেতেন। ২০২৫-২৬ অর্থবর্ষে কৃষি বাজেট পাঁচগুণ বৃদ্ধি করা হয়েছে।”

তিনি আরও জানান, PM-কিষাণ সম্মান নিধি প্রকল্পে দেশে ১১ কোটির বেশি কৃষক উপকৃত হয়েছেন, যার আর্থিক পরিমাণ ৩.৯০ লক্ষ কোটি টাকা। ত্রিপুরায় ২.৮৩ লক্ষ কৃষক এই প্রকল্পে লাভবান হয়েছেন, যাদের জন্য বরাদ্দ হয়েছে ₹৮৪৩ কোটি। PM ফসল বিমা যোজনা প্রকল্পে কৃষকদের কাছে ₹১,৭৫০ কোটি পৌঁছেছে। প্রতিদিন ৩৪ কিমি জাতীয় সড়ক নির্মাণ চলছে। ১৩৬টি বন্দে ভারত ট্রেন এবং ১০৩টি অমৃত ভারত রেল স্টেশন চালু হয়েছে।

তিনি জানান, ডিজিটাল ইন্ডিয়া প্রকল্পের ফলে দেশে দুর্নীতি অনেকটাই কমেছে। কৃষিক্ষেত্রে ভারত এখন দুধ, তুলা ও মসলা উৎপাদনে প্রথম, এবং ধান, মাছ, ডিম ও চিনি উৎপাদনে দ্বিতীয় স্থানে রয়েছে। “দেশের প্রতিটি গ্রামে এখন বিদ্যুৎ পৌঁছে গেছে,” বলে জানান তিনি।

এই সাংবাদিক বৈঠকে মন্ত্রী নাথ বিজেপি সরকারের ‘জনকল্যাণমুখী’ শাসনের ভূয়সী প্রশংসা করেন এবং আগামী দিনে আরও উন্নয়নের আশ্বাস দেন।