দিল্লি সফর শেষে ইমফলে ফিরলেন বিরেন সিং, অমিত শাহ আশ্বস্ত করলেন মণিপুরের অখণ্ডতা অক্ষুন্ন রাখার বিষয়ে

ইমফল, ১১ জুন: মণিপুরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন. বিরেন সিং এবং রাজ্যসভার সাংসদ সানাজাওবা আজ বিকেলে দিল্লি থেকে ফিরলেন ইমফলে। দুই দিনব্যাপী জরুরি বৈঠকে তাঁরা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করেন এবং মণিপুরের বর্তমান সংকট ও জনপ্রিয় সরকার গঠনের দাবির বিষয়ে আলোচনা করেন।
ইমফল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এন. বিরেন সিং জানান, “মণিপুরের ভৌগোলিক অখণ্ডতা কোনও অবস্থাতেই ক্ষতিগ্রস্ত হতে দেবে না”, এই মর্মে অমিত শাহ তাঁদের আশ্বস্ত করেছেন। তিনি আরও জানান, রাজ্যের আদিবাসী জনগোষ্ঠীর স্বার্থ রক্ষা করা হবে এবং কোনওরকম আপস করা হবে না।
বিরেন সিং বলেন, “রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আন্তরিক আবেদন করেছেন।” তিনি আরও জানান, দিল্লি সফরের সময় (৯ ও ১০ জুন) দুই দফা বৈঠক হয় অমিত শাহের সঙ্গে — প্রথম দিনের বৈঠক চলে রাত সাড়ে দশটা থেকে মধ্যরাত পর্যন্ত এবং পরদিন বিকেল ৩:১৫ থেকে ৪:৩০ পর্যন্ত আবার বৈঠক হয়।
বৈঠকে আলোচিত বিষয়গুলির মধ্যে ছিল— রাজ্যের অভ্যন্তরে বাস্তুচ্যুত মানুষের সমস্যা, বর্তমান অশান্তি ও ফ্রি মুভমেন্ট রেজিম সংক্রান্ত জটিলতা। বিরেন সিং জানান, “দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে এবং সম্প্রদায়ভিত্তিক নেতাদের সঙ্গে আলাদা করে বৈঠক করছেন স্বরাষ্ট্রমন্ত্রী।”
জনপ্রিয় সরকার গঠনের প্রসঙ্গে বিরেন বলেন, “আমরা কেন্দ্রকে রাজ্যে একটি জনপ্রিয় সরকারের দাবি জানিয়েছি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, তিনিও চান সরকার গঠিত হোক, তবে পরিস্থিতি পর্যালোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”
শেষে তিনি রাজ্যের জনগণকে সহিংসতা থেকে বিরত থাকার এবং শান্তি বজায় রাখার আহ্বান জানান। কেন্দ্রের অবস্থান স্পষ্ট — মণিপুরের আদিবাসীদের স্বার্থে কোনও রকম ক্ষতি হবে না এবং তাঁদের অধিকার সুরক্ষিত থাকবে।