প্রয়াত নারী নেত্রী গৌরী পালের স্মরণ সভা অনুষ্ঠিত

আগরতলা, ২৪ মে : খোয়াইয়ে টিজিটিএ হল ঘরে আজ প্রয়াত নারী নেত্রী গৌরী পালের স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এদিন উপস্থিত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এদিন প্রথমেই নারী নেত্রীর প্রয়াণে এক মিনিট নীরবতা পালন করেন নেতৃত্বরা। পরবর্তী সময়ে ওনার প্রতিকৃতিতে একে একে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপস্থিত সকলে। এদিনকার এই স্মরণ সভাতে উপস্থিত ছিলেন, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।তাছাড়াও উপস্থিত ছিলেন সিপিআইএম নেতৃত্ব অঘোর দেববর্মা, বিধায়ক নির্মল বিশ্বাস, পদ্ম কুমার দেববর্মা ও প্রয়াত গৌরী পালের স্বামী অজয় ঘোষ।

স্মরণ সভাতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন গৌরীপাল একজন লড়াকু নেত্রী ছিলেন এবং দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে পার্টির কাজ করে গেছেন। তার অকাল প্রয়াণ পার্টির অনেকটাই ক্ষতি হয়েছে বলে দাবি করেন মানিক সরকার। এদিনের এই স্মরন সভাকে ঘিরে টিজিটিএ হল ভর্তি ছিল কানায় কানায় পরিপূর্ণ।