৪ লক্ষাধিক টাকার গাঁজা সহ আটক এক

আগরতলা, ২৩ মে : মধুপুর থানার পুলিশ একটি অটো গাড়ি আটক করে প্রচুর পরিমাণ গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছে। মধুপুর থানার ওসি দেবজিত চ্যাটার্জী এবং অন্যান্যরা পুলিশ নিয়ে মধুপুর থানাধীন বনকুমারি এলাকায় সকাল বেলা উৎপেতে বসে থাকেন। এমন সময় রাস্তারমাথার দিক থেকে আসা কমলাসাগরের উদ্দেশ্যে একটি উল্টো গাড়ি যার নম্বর টিআর০৩ -ডি-০৪৪৭ আসছিল। পুলিশ সেই গাড়িটিকে আটক করে। গাড়িটিতে তল্লাশি চালিয়ে ৭০ কেজির অধিক শুকনো গাজা উদ্ধার করতে সক্ষম হয়। গাড়িচালক গাঁজা পাচারকারী বিষ্ণু দেববর্মাকে গ্রেফতার করতে সক্ষম হয়।জানা যায় বিষ্ণু দেববর্মার বাড়ি বড়বাড়ি এলাকায়। তার বাবার নাম উকি রাম দেববর্মা।

মধুপুর থানার পুলিশ অভিযুক্ত গাজা কারবারি বিষ্ণু দেববর্মাকে গাড়ি সহ মধুপুর থানায় নিয়ে আসে । তার বিরুদ্ধে একটি এনডিপিএস মামলা দায়ের করে। ওসি দেবজিত চ্যাটার্জী জানান উদ্ধারকৃত গাঁজার মূল্য চার লক্ষাধিক টাকা হবে।