নয়াদিল্লি, ২১ মে: ‘অপারেশন সিন্দুর’-এর আওতায় পাকিস্তান পৃষ্ঠপোষিত সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করতে জেডিইউ সাংসদ সঞ্জয় কুমার ঝার নেতৃত্বে একটি সর্বদলীয় প্রতিনিধিমণ্ডল আজ পাঁচ দেশের সফরে রওনা দিয়েছে। এই প্রতিনিধি দল ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান এবং সিঙ্গাপুর সফর করবে।
সফরে রওনা হওয়ার আগে নয়াদিল্লিতে সাংসদ সঞ্জয় কুমার ঝা বলেন, “সন্ত্রাসবাদ পাকিস্তানের রাষ্ট্রীয় নীতির অংশ হয়ে উঠেছে। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে জানাবো কীভাবে পাকিস্তান দীর্ঘদিন ধরে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা করে আসছে।”
এই সফরের উদ্দেশ্য হল বিশ্বের সামনে ভারতের সন্ত্রাসবাদ বিরোধী দৃঢ় অবস্থান তুলে ধরা এবং সন্ত্রাসবাদের যে কোনও রূপের বিরুদ্ধে যৌথভাবে মোকাবিলা করার বার্তা পৌঁছে দেওয়া।
অন্যদিকে, শিবসেনা সাংসদ শ্রিকান্ত শিন্ডের নেতৃত্বে আরেকটি সর্বদলীয় প্রতিনিধিমণ্ডল আজ সংযুক্ত আরব আমিরাত, লাইবেরিয়া, ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো এবং সিয়েরা লিওনের সফরে রওনা হয়েছে।
সাতটি পৃথক সর্বদলীয় শিষ্টমণ্ডল গঠিত হয়েছে, যারা আগামী মাসের ৫ তারিখ পর্যন্ত মোট ৩২টি দেশ সফর করবে। সফরের মূল লক্ষ্য হল পাকিস্তান পৃষ্ঠপোষিত সন্ত্রাসবাদ এবং ভারতের সফল সন্ত্রাসবাদ বিরোধী অভিযান সম্পর্কে বিশ্ববাসীকে অবহিত করা।
গতকাল নয়াদিল্লিতে সংসদ ভবনে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী এই মিশনের তিনটি প্রতিনিধিমণ্ডলের সদস্যদের সঙ্গে বৈঠক করে বিস্তারিত তথ্য প্রদান করেন।

