গণধর্ষণ কান্ডে ছয় অভিযুক্ত গ্রেপ্তার, আদালতে সোপর্দ, জেল হেফাজতের নির্দেশ আদালতের

বিলোনিয়া, ১২ মে : গণধর্ষণ কান্ডের ঘটনায় ছয় অভিযুক্তদের বিলোনিয়া আদালতে সোপর্দ করে পুলিশ। তাদের একদিনের জন্য জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আগামীকাল আবার অভিযুক্তদের আদালতে সোপর্দ করা হবে।

উল্লেখ্য, গত শুক্রবার বিকেলে ভাইকে সাথে নিয়ে নাবালিকা স্কুটি চেপে মেলাতে যাওয়ার জন্য আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে সাত জন যুবক মিলে পথ আটকিয়ে ভাইকে ভয় দেখিয়ে নাবালিকা বোনকে জোর করে তুলে নিয়ে গিয়ে বিলোনিয়া থানাধীন মান্দারিয়া জঙ্গলে গণধর্ষন করে। শনিবার পর্যন্ত চলে নাবালিকার উপর ধর্ষণের ঘটনা। এই ধর্ষণ কান্ডের ঘটনা জানাজানি হতেই শনিবার রাতে শান্তিরবাজার থানাতে অভিযোগ জমা দেয় নাবালিকার পরিবার। বিলোনিয়া থানাতে এই ঘটনায় একটি মামলা নথিভুক্ত হয়েছে, যার নম্বর ২০২৫বিএলএন০৬।

সেই অভিযোগ মূলে দক্ষিণ জেলার তিন থানা শান্তির বাজার, বিলোনিয়া ও রাজনগর পিআর বাড়ি থানার পুলিশ রবিবার সন্ধ্যায় যৌথভাবে অভিযান চালিয়ে রাজনগর পিআর বাড়ি থানার অন্তর্গত বাথখলা চিকনথলি এলাকা থেকে অভিযুক্ত জনজাতি ছয় যুবককে গ্ৰেপ্তার করে বিলোনিয়া থানাতে নিয়ে আসে। অভিযুক্তদের বাড়ি বাথখলা, চিকনথলি এলাকায়। অভিযুক্তরা হল বিপারাই রিয়াং, আকাশ রিয়াং, দিলীপ রিয়াং , শুভজিৎ রিয়াং, উদয় রিয়াং। অভিযুক্তদের মধ্যে একজন নাবালক। পুলিশ ছয়জনকে গ্রেপ্তার করে কিন্তু আরো একজন এখনো পলাতক। পলাতক অভিযুক্তকে জালে তুলতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। অভিযুক্তদের আটক করে তদন্ত চালাচ্ছে পুলিশ।