গুয়াহাটি, ১১ মে : অসমের গুয়াহাটিতে এক মর্মান্তিক হত্যাকাণ্ডে প্রাণ গেল এক ১০ বছর বয়সী শিশুর। পুলিশের তরফে জানানো হয়েছে, শিশুটিকে খুন করে তার দেহ একটি স্যুটকেসে ভরে ঝোপের মধ্যে ফেলে দেয় তার মায়ের প্রেমিক।
গুয়াহাটি (পূর্ব) থানার ডেপুটি কমিশনার মৃণাল ডেকা জানিয়েছেন, শনিবার শিশুটির মা থানায় নিখোঁজ ডায়েরি করেন। অভিযোগে তিনি জানান, তার সন্তান টিউশনে যাওয়ার পর আর বাড়ি ফেরেনি। ডেকা বলেন, “আমরা তদন্ত শুরু করি এবং বাসিষ্ঠ মন্দিরের কাছে একটি ঝোপের মধ্যে একটি স্যুটকেস দেখতে পাই। খুলে দেখা যায়, শিশুটিকে খুন করে তার দেহ সেখানে ফেলা হয়েছে।” তদন্তের সময়, শিশুটির মায়ের প্রেমিককে জিজ্ঞাসাবাদ করলে তিনি নিজের অপরাধ স্বীকার করেন এবং পুলিশকে স্যুটকেসের অবস্থান দেখান।
ডেপুটি কমিশনার বলেন, “আমরা অভিযুক্তকে গ্রেপ্তার করেছি। শিশুটির মাকেও আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার সম্ভাব্য জড়িত থাকা নিয়ে।” ঘটনাস্থলে ফরেনসিক দল এবং সিআইডি-র আধিকারিকরা গিয়ে নমুনা সংগ্রহ করেছেন। ডেকা আরও জানান, “শিশুটির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, যা সোমবার সম্পন্ন হবে। তদন্ত অব্যাহত রয়েছে।” এই বর্বরোচিত ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে।

