আগরতলা, ১০ মে: বাড়ির সদস্যদের অনুপস্থিতিতে রহস্যময় আগুনে অগ্নিদগ্ধা হয়ে মৃত্যু হয়েছে এক বৃদ্ধার। ওই ঘটনায় বাইখোড়ার পশ্চিম চড়কবাই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, গতকাল রাতে বাইখোড়া থানার অধীনে পশ্চিম চড়কবাই এলাকায় রেনুবালা কুড়ী ( ৮৩ ) নামে এক বৃদ্ধা মহিলা তাঁর বাড়ীর কিছু পরিত্যক্ত জিনিস পুড়িয়ে ফেলার উদ্দ্যেশ্যে অগ্নিসংযোগ ঘটায়। সকল পরিত্যিক্ত সামগ্রী পুড়িয়ে সময় রেনু বালা কুড়ীর শরীরে আচমকাই আগুন লেগে যায়। ওই সময় বাড়ীতে একমাত্র তাঁর অসুস্থ স্বামী মাখন কুড়ী উপস্থিত ছিলেন । বাড়ীর অন্যান্য লোকজনেরা অনত্র নিমন্ত্রনে চলে গেছে বলে জানাযায়। যার ফলে বাড়ীর লোকজনের অনুপস্থিতির ফলে অসহায় বৃদ্ধাকে আগুন থেকে কেউ রক্ষা করতে পারেনি। এতে করে অসহায় বৃদ্ধা আগুনে লেগে মৃত্যুর কোলে ঢলে পড়েন। রাত্রিবেলায় ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বৃদ্ধার মৃতদেহ ময়নাতদন্তের জন্য বাইখোড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গিয়েছে। শনিবার মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের লোকজনেরহাতে তুলে দেওয়া হয়েছে। রেনু বালা কুড়ীর অস্বাভাবিক মৃত্যুতে সমগ্র এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

