নারায়ণ শোভারাও হার্দিকরের জন্মদিবসে প্রদেশ কংগ্রেসের শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান

আগরতলা, ৭ মে: রাষ্ট্রীয় সেবা দলের প্রতিষ্ঠাতা, স্বাধীনতা সংগ্রামী ও বিশিষ্ট কংগ্রেস নেতা নারায়ণ শোভারাও হার্দিকরের জন্মদিবসে মঙ্গলবার শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস ও প্রদেশ সেবা দল।

এই উপলক্ষে আগরতলার প্রদেশ কংগ্রেস ভবনে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, প্রদেশ সেবা দলের নেতৃবৃন্দ ও অন্যান্য কর্মীরা।

বক্তব্য রাখতে গিয়ে নেতারা বলেন, নারায়ণ শোভারাও হার্দিকর শুধু একজন কংগ্রেস নেতা ছিলেন না, তিনি ছিলেন এক মহান দেশপ্রেমিক ও সংগঠক, যিনি রাষ্ট্রীয় সেবা দল গঠনের মাধ্যমে যুবসমাজকে জাতীয় সেবায় উৎসাহিত করেছিলেন।

তাঁর আদর্শ এবং কর্মধারা আজও রাজনৈতিক ও সামাজিক পরিসরে পথ দেখায় বলে জানান বক্তারা। অনুষ্ঠান জুড়ে ছিল দেশাত্মবোধক আবহ এবং দলীয় কর্মীদের উপস্থিতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয় তাঁর প্রতিকৃতিতে।